ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘চরম সংকট ও শোকের এই মুহূর্তে জাতি তার মাতৃছায়া থেকে বঞ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— সাত দিনব্যাপী দলীয় কার্যালয়সহ সারা দেশে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন। এছাড়া গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সব দলীয় কার্যালয়ে শোকবই খোলা থাকবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোনে জানিয়েছেন— ‘আম্মা আর নেই।’

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

আপডেট সময় : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘চরম সংকট ও শোকের এই মুহূর্তে জাতি তার মাতৃছায়া থেকে বঞ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— সাত দিনব্যাপী দলীয় কার্যালয়সহ সারা দেশে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন। এছাড়া গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সব দলীয় কার্যালয়ে শোকবই খোলা থাকবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোনে জানিয়েছেন— ‘আম্মা আর নেই।’