ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ: বিশ্বব্যাংক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ৮০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা সংকটে বাংলাদেশের অর্থনীতি কিছুটা বাধাগ্রস্ত হলেও, পোশাক রপ্তানি ভালো ছিল। ইউরোপসহ অন্যান্য বাজারে পোশাক রপ্তানির অংশীদারিত্ব ধরে রাখা সম্ভব হলে, চলতি অর্থবছরে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। আর এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে।

‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২২’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, বাংলাদেশ সঠিক পথে আছে। শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ। করোনা সংকট থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার দ্রুত ঘটছে। তবে আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়, মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘আগামীতে মূল্যস্ফীতির নিবিড় পর্যবেক্ষণ দরকার হবে। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে। তবে বিশ্বব্যাংক বাংলাদেশে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা করে যাবে, যাতে পুনরুদ্ধার আরও সহজ হয়।’

গত ৬ এপ্রিল প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২’ এ এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ: বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা সংকটে বাংলাদেশের অর্থনীতি কিছুটা বাধাগ্রস্ত হলেও, পোশাক রপ্তানি ভালো ছিল। ইউরোপসহ অন্যান্য বাজারে পোশাক রপ্তানির অংশীদারিত্ব ধরে রাখা সম্ভব হলে, চলতি অর্থবছরে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। আর এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে।

‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২২’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, বাংলাদেশ সঠিক পথে আছে। শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ। করোনা সংকট থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার দ্রুত ঘটছে। তবে আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়, মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘আগামীতে মূল্যস্ফীতির নিবিড় পর্যবেক্ষণ দরকার হবে। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে। তবে বিশ্বব্যাংক বাংলাদেশে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা করে যাবে, যাতে পুনরুদ্ধার আরও সহজ হয়।’

গত ৬ এপ্রিল প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২’ এ এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।