ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন লিংকন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পদত্যাগের বিষয়টি গতকাল রাতে তার নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করে একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল (সোমবার, ২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি এমনটাই জানিয়েছেন আহসান হাবীব লিংকন।

ওই ফেসবুক পোস্টে লিংকন লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি-উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি অতীতে গ্রেপ্তার, কারাবরণ, হামলা ও মামলার বর্ণনা দিয়ে জানান, এসব ত্যাগের পরও তার প্রতি ন্যায়বিচার হয়নি। এ অবস্থায় তিনি দল ত্যাগ করে জনগণের আদালতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

লিংকন ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।

উল্লেখ্য, আহসান হাবীব লিংকন ১৯৮৮সালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন লিংকন

আপডেট সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পদত্যাগের বিষয়টি গতকাল রাতে তার নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করে একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল (সোমবার, ২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি এমনটাই জানিয়েছেন আহসান হাবীব লিংকন।

ওই ফেসবুক পোস্টে লিংকন লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি-উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি অতীতে গ্রেপ্তার, কারাবরণ, হামলা ও মামলার বর্ণনা দিয়ে জানান, এসব ত্যাগের পরও তার প্রতি ন্যায়বিচার হয়নি। এ অবস্থায় তিনি দল ত্যাগ করে জনগণের আদালতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

লিংকন ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।

উল্লেখ্য, আহসান হাবীব লিংকন ১৯৮৮সালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও।