জামায়াত জোটের সঙ্গে আমরা নির্বাচন করবো: এনসিপি আহ্বায়ক
- আপডেট সময় : ১১:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যুক্ত হয়ে নির্বাচনের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, আমাদের কাছে মনে হয়েছে, এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আধিপত্যবাদী কোনো শক্তি যাতে গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে থামাতে না পারে, সে জন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকে আমরা জামায়াতে ইসলামী এবং সমমনা ৮ দলের সঙ্গে কথা বলেছি এবং তাদের নির্বাচনী সমঝোতায় এনসিপি সম্মত হয়েছে।
তিনি আরও জানান, জুলাই চেতনা বাস্তবায়ন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে নতুন নির্বাচনী জোটে যুক্ত হয়েছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশে যে আধিপত্যবাদী, আগ্রাসনি শক্তি এখনো কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যাদের পরাজিত করেছিলাম, তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য। চক্রান্ত করছে সংস্কার, নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য। তারা চক্রান্ত করছে জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য।
প্রার্থী চূড়ান্তের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জোটের বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি। আগামীকাল আমাদের প্রার্থীর বিষয়টি চূড়ান্ত করবো, ঘোষণা দিবো। সমঝোতায় যারা প্রার্থী হবেন তারাই মনোনয়ন জমা দেবেন।
জামায়াত জোটে যুক্ত হওয়ার খবরে এনসিপির অনেকের পদত্যাগের প্রশ্নে নাহিদ বলেন, আমরা এনসিপির নির্বাহী বডিতে আলোচনা করেছি। আমরা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। যেকোনো বিষয়ে মতামতের বিষয়ে কারও ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কি-না, দলে থাকবেন কি-না; এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।





















