ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা, কাটছে বিশ্বকাপের শঙ্কা
- আপডেট সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘিরে ফুটবল বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্র সরকার বলেছে, এই সিদ্ধান্ত বিশ্বকাপে অংশ নিতে আসা খেলোয়াড়, সমর্থক ও সংশ্লিষ্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
মিরের প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভিসা স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, ক্রীড়াবিদ, তাঁদের পরিবার এবং সংবাদমাধ্যমেন কর্মীদের জন্য যে অ-অভিবাসী ভিসা দেওয়া হয়, তা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সরকারের ভাষ্য অনুযায়ী, কল্যাণব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এসব দেশের নাগরিকরা আপাতত যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
এই তালিকায় রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, মরক্কো, ইরান, সেনেগাল, ঘানা, মিসর, আইভরি কোস্টসহ বেশ কিছু দেশ—যাদের অনেকেই এবারের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে এসব দেশের ফুটবল সমর্থকদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেন, ভিসা নিষেধাজ্ঞার কারণে তাঁরা বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধার মুখে পড়তে পারেন।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে ভ্রমণকারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্বকাপ উপলক্ষে আসা পর্যটক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা অ-অভিবাসী ভিসার আওতায় পড়েন।’
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ব্যাপক এই নীতিগত পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাসে ভিসা প্রক্রিয়া ধীরগতির হতে পারে। তাদের আশঙ্কা, এতে অ-অভিবাসী ভিসার আবেদন যাচাই প্রক্রিয়াও কঠোর ও দীর্ঘ হতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র শাখার এক কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্ত বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে ‘অস্বাগত ও বৈরী পরিবেশ’ তৈরি করতে পারে।
এর আগে গত নভেম্বর মাসে ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যৌথভাবে ‘ফিফা পাস’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেন। এই ব্যবস্থার আওতায় বিশ্বকাপের টিকিটধারীরা দ্রুত ভিসা সাক্ষাৎকারের সুযোগ পাবেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেন, ‘টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘ফিফা পাস’ সংক্রান্ত বিস্তারিত তথ্য চলতি বছরের শুরুতেই প্রকাশ করা হবে।





















