বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান
- আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিলেন। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে আজ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘মো. রাশেদ খান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, ঝিনাইদাহ-৪ আসন যেটা ঝিনাইদাহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে। এ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হচ্ছে।’
এদিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার হস্তান্তর করেছেন বিএনপির মনোনিত প্রার্থী মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন কর্তৃক তা অনুমোদন করা হয়েছে।
শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা রাশেদ।
এর আগে, গণঅধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) রাতে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রাশেদ খানের গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দেয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।





















