ভারতের ওপর শুল্ক আরোপে ট্রাম্পের সবুজ সংকেত
- আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের কারণে ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া একটি বিলে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিলটি পাস হলে, যারা জেনে–বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, ‘গ্রাহাম–ব্লুমেনথাল’ নিষেধাজ্ঞা আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেসব দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ সব দেশ তেল কিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি জোগাচ্ছে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম, তিনি প্রতিরক্ষা ইস্যুতে কট্টর অবস্থানের জন্য পরিচিত। তিনিবলেন, দ্বিদলীয় এই রাশিয়া নিষেধাজ্ঞা বিল ট্রাম্প ইতোমধ্যে ‘গ্রিনলাইট’ দিয়েছেন। এই বিলের আওতায় রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলকে, রুশ তেল কেনার জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে।
গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে। ওই বৈঠকে প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে প্রস্তুত হওয়া এই বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রাহাম বলেন, “সময়টা উপযুক্ত। ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অথচ পুতিন কেবল কথার ফুলঝুরি ছড়াচ্ছেন এবং নিরীহ মানুষ হত্যা চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও জানান, বিলটি নিয়ে আগামী সপ্তাহেই ভোট হতে পারে, যদিও তা কতটা বাস্তবসম্মত—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগামী সপ্তাহে সিনেট একটি সীমিত আকারের সরকারি অর্থায়ন বিল নিয়ে কাজ করতে পারে, যা বর্তমানে প্রতিনিধি পরিষদে বিবেচনাধীন। যদি প্রতিনিধি পরিষদ সেটি পাস করে, তবে পরবর্তী সপ্তাহে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস উপলক্ষে সিনেটের অবকাশকাল শুরু হবে। সূত্র: এনডিটিভি


























