ভারতের জাতীয় পদক ‘বাল’ পুরষ্কার পাচ্ছেন সূর্যবংশী
- আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করা বৈভব সূর্যবংশী পাচ্ছেন দারুণ এক স্বীকৃতি। সবশেষ বিজয় হাজারে ট্রফিতে ৮৪ বলে খেলেছেন ১৯০ রানের বিধ্বংসী ইনিংস।
আজ এই টুর্নামেন্টে বিজয় হাজারে ট্রফিতে মণিপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন না বিহারের এই ব্যাটার। ১৪ বছর বয়সী এই ব্যাটার নয়াদিল্লিতে পৌঁছেছেন, যেখানে তাকে প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার প্রদান করা হবে। ভারতে যে স্বীকৃতি পরিচিত প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরষ্কার নামে।
ভারতে যুবাদের জন্য সর্বোচ্চ বেসামরিক সম্মানের পদক পাচ্ছেন সূর্যবংশী। আজ রাজধানী নয়াদিল্লিতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দেওয়া ক্রিকেটারের হাতে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদক নেবেন সূর্যবংশী। আনুষ্ঠানিক অনুষ্ঠানের পরে বৈভব এবং অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের জন্য বিশেষ সুযোগ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার। যার উদ্দেশ্য ভারতের ভবিষ্যৎ প্রজন্মের নেতা ও সাফল্যমণ্ডিতদের অনুপ্রাণিত করা।
ভারতের প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার (পিএমআরবিপি) দেওয়া হয় ৫-১৮ বছর বয়সী শিশুদের। সাহসিকতা, শিল্প ও সংস্কৃতিপরিবেশ সংরক্ষণ, উদ্ভাবনবিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়ায় অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়ে থাকে এই পুরষ্কার।
ভারতের বয়সভিত্তিক দলে এরমধ্যেই রেকর্ডে বন্যা বইয়ে দেওয়া সূর্যবংশী সবশেষ বিজয় হাজারে ট্রফিতেও বিশ্বরেকর্ড গড়েন। ছেলেদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েন বৈভব। মাত্র ৫৯ বলে ১৫০ রান করেন বাঁ হাতি ওপেনার। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ৬৪ বলে ১৫০ করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেটিই এত দিন রেকর্ড ছিল। ১০ বছর পর তা ভেঙেছেন বৈভব।
পুরুষদের ক্রিকেটে ১৫ বছর বয়স হওয়ার আগে লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করা একমাত্র ব্যাটারও এখন সূর্যবংশী। এর আগে আইপিএলে সেঞ্চুরি করেছেন বৈভব। ভারতীয় দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ ও ছোটদের এশিয়া কাপে শতরান এসেছে তার ব্যাট থেকে। এবার বিজয় হজারে খেলতে নেমে শতরান করেছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে এই কীর্তি করেছে বিহারের এই কিশোর।
























