ভয়াবহ আর্থিক সংকট কাটাতে সহায়তার আহ্বান শ্রীলঙ্কার
- আপডেট সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় ভয়াবহ আর্থিক সংকট থেকে উত্তরণে প্রয়োজন ৩০০ কোটি ডলার। আগামী ৬ মাসের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে এই অর্থ দিয়ে জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানান দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি।
প্রায় ২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রের বিভিন্ন স্থান দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
এছাড়া, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। ফলে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে উঠছে। চলছে সরকার বিরোধী বিক্ষোভও।
যদিও, আন্তর্জাতিক বন্ড পুনর্গঠন করার চেষ্টা করছে শ্রীলঙ্কা। জুলাই মাসে ১০০ কোটি ডলারের জন্য বন্ডহোল্ডারদের সঙ্গে আলোচনার বিষয়েও আত্মবিশ্বাসী তারা।
দেশটির সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীদার দেশগুলোর কাছেও সহায়তা চাইবে বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কার অর্থনীতি ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার সম্মুখীন। এদিকে, দেশটিতে মার্চে খাবারের দাম বেড়েছে ৩০ শতাংশ।























