পাশের দেশে করোনা বাড়ছে। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (২৪ এপ্রিল) রাজধানীর নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এখন দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। মৃতু শূন্যে পৌঁছেছে। সংক্রমণ নেই বললেই চলে। যারা করোনা টিকা নিতে চান না, তারাই বাকি আছে। আর সবাই টিকা নিয়েছে। সবাইকে সময়মতো টিকা দেয়া হয়েছে।
তবে পাশের দেশে করোনা বাড়ছে বলে সবাইকে সতর্ক করেছেন তিনি। এজন্য প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, দেশের মানুষ ভালো আছে। স্বাস্থ্যখাতে উন্নতি হয়েছে। সুস্থ থাকতে হলে ভালো খাবার প্রয়োজন। পরিমিত খাবার খেতে হবে। পুষ্টি সেবার উন্নয়নও হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারে উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দোরগোড়ায় স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। পুষ্টির বার্তা পৌঁছে দেয়া হয়েছে। লবণ, অতিরিক্ত তেল খাওয়া যাবে না। সর্বোপরি, প্রাইমারি হেলথ কেয়ার জোরদার করতে পারলে মানুষের স্বাস্থ আরো ভালো থাকবে।
জাহিদ মালেক বলেন, এখন সংক্রমণ ব্যধি নিয়ন্ত্রণে আছে। গড় আয়ু বেড়েছে। তবে অসংক্রামক ব্যধি বেড়ে যাচ্ছে। এর পেছনে খাদ্যাভাস ভূমিকা রাখে। এজন্য ভালো, পুষ্টিকর ও পরিমিত খাবার খেতে হবে।
যেকোনো দেশে খাবারের দাম বেশি থাকলে সমস্যা হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন মানুষ খাবার কিনতে পারে। সবাই ক্যালরি বেশি গ্রহণ করে। দেশের মানুষ না খেয়ে থাকে না। খাদ্যের অভাব নাই। দেশে উৎপাদন যাতে ঠিকমতো হয়, তা নজরে রাখতে হচ্ছে।
তিনি বলেন, এখন অনেকে মুটিয়ে যাচ্ছেন যা খারাপ, ব্যালেন্স খাবার খাওয়া জরুরি। স্কুলে ফিডিং কার্যক্রম বাড়ানো উচিত। বেশি করে ফলমূল, সবজি বেশি করে খাবেন।