শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

রৌমারীতে বিএসএফ-এর গুলিতে শহিবর নামে এক বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম :
আপডেট : সেপ্টেম্বর ৪, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের এরাজ উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়ারচর গ্রামে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ও জামালপুর ৩৫ বিজিবি ব্যাটারিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, শনিবার ভোরে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪ এর কাছে এ গুলির ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহত শহিবরের মরদেহ উদ্ধার করে।

নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শহিবর রহমানসহ কয়েকজন সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, ঘটনাস্থলেই শহিবর মারা যান।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটারিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন জানান, শনিবার ভোরে সীমান্তে ৩-৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে বিএসএফকে চিঠি দিয়েছি, কিন্ত শনিবার দুপুর পযর্ন্ত তারা আমাদেরকে কোন উত্তর দেয়নি।’


এ বিভাগের অন্যান্য সংবাদ