ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে লিটার প্রতি পেট্রল এখন ২০৯ রুপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় দফায় আবারও পেট্রল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়েছে পাকিস্তানে। দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

স্থানীয় গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই জ্বালানি তেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়।

এবারের দাম বাড়ানোর পর লিটারপ্রতি পেট্রলের দাম হয়েছে ২০৯ দশমিক ৪৬ রুপি। ডিজেলের লিটারপ্রতি দাম ঠেকেছে ২০৪ দশমিক ১৫ রুপিতে। যদিও কেরোসিনের দাম ৩০ রুপির কিছু কম বাড়ানো হয়েছে। বিক্রি হবে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, আর্থিক ক্ষতি এড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানি তেলে যে ভর্তুকি ঘোষণা করেছেন, তা প্রত্যাহার করে নিতে হবে। তিনি আরও বলেন, ‘আইএমএফের শর্ত বাদ দিলেও, সরকার এত লোকসানে পেট্রল ও ডিজেল বিক্রি করতে পারে না।’

এ সময় সরকার রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে ইচ্ছুক বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে লিটার প্রতি পেট্রল এখন ২০৯ রুপি

আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২

দ্বিতীয় দফায় আবারও পেট্রল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়েছে পাকিস্তানে। দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

স্থানীয় গণমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই জ্বালানি তেলের দাম ৩০ রুপি করে বাড়ানো হয়।

এবারের দাম বাড়ানোর পর লিটারপ্রতি পেট্রলের দাম হয়েছে ২০৯ দশমিক ৪৬ রুপি। ডিজেলের লিটারপ্রতি দাম ঠেকেছে ২০৪ দশমিক ১৫ রুপিতে। যদিও কেরোসিনের দাম ৩০ রুপির কিছু কম বাড়ানো হয়েছে। বিক্রি হবে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, আর্থিক ক্ষতি এড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানি তেলে যে ভর্তুকি ঘোষণা করেছেন, তা প্রত্যাহার করে নিতে হবে। তিনি আরও বলেন, ‘আইএমএফের শর্ত বাদ দিলেও, সরকার এত লোকসানে পেট্রল ও ডিজেল বিক্রি করতে পারে না।’

এ সময় সরকার রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে ইচ্ছুক বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।