ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০১:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
জানা গেছে, ২ জন ভোটারের তথ্য ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
তিনি বলেন, নির্দল প্রার্থীদের আসনের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর জমা দিতে হবে। “আমরা প্রায় ২০০ টি অতিরিক্ত স্বাক্ষর সহ প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি জমা দিয়েছি। তাদের মধ্য থেকে নির্বাচন কমিশন এলোমেলোভাবে যাচাইয়ের জন্য ১০ জন ভোটারকে নির্বাচন করেছে। আটজন নিশ্চিত করা হয়েছিল, তবে দু’জন ঢাকা-৯ এর ভোটার নয় বলে প্রমাণিত হয়েছিল।
তিনি বলেন, নির্বাচিত ভোটারদের মধ্যে একজন নির্বাচনী এলাকার বাইরে খিলগাঁওয়ে থাকতেন এবং অন্য ভোটারের জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ এর বাইরে একটি ঠিকানা দেখানো হয়েছিল।
তিনি বলেন, “তারা ঢাকা-৯ ভোটার নয় তা জানার কোনও উপায় ছিল না,” তিনি আরও বলেন যে নির্বাচন কমিশন প্রার্থীদের স্বাক্ষরকারীদের নির্বাচনী এলাকার অবস্থা যাচাই করার জন্য কোনও প্রক্রিয়া সরবরাহ করেনি।
গত ২৭ ডিসেম্বর ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।
























