ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে চ্যালেঞ্জ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সিটগো বিক্রির আদেশের বিরুদ্ধে তারা মার্কিন আদালতে আপিল করেছে।

পিডিভিএসএ’র প্রতিনিধিরা মঙ্গলবার বলেন, দেনা পরিশোধের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সিটগো বিক্রির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাতিলের আবেদন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার পরিশোধ না করা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ আদায়ের লক্ষ্যে একাধিক ঋণদাতা সিটগোর ওপর দাবি জানিয়ে আসছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই দীর্ঘদিনের আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সিটগো বিক্রির অনুমোদন দেয়।

সিটগোর পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশে হওয়া এই বিক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের ফোরক্লোজার প্রক্রিয়ায় ‘গুরুতর স্বার্থের সংঘাত’ রয়েছে, যা প্রতিষ্ঠানটির অর্থনৈতিক মূল্যের জন্য ক্ষতিকর।

পর্ষদের হিসাব অনুযায়ী, সিটগোর বর্তমান মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।

২০১৯ সাল থেকে সিটগো ভেনেজুয়েলার বিরোধী শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। ওই বছর যুক্তরাষ্ট্র তৎকালীন বিরোধী নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপের লক্ষ্য ছিল কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।

তবে ৬৩ বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ও মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ গত বছর সিটগো নিলামে তোলার প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘জোরপূর্বক বিক্রি’ বলে অভিহিত করেছিলেন।

তবে মাদুরো গ্রেফতার হওয়ার পর, তিনি ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সংক্রান্ত দাবিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে চ্যালেঞ্জ

আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সিটগো বিক্রির আদেশের বিরুদ্ধে তারা মার্কিন আদালতে আপিল করেছে।

পিডিভিএসএ’র প্রতিনিধিরা মঙ্গলবার বলেন, দেনা পরিশোধের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সিটগো বিক্রির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাতিলের আবেদন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার পরিশোধ না করা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ আদায়ের লক্ষ্যে একাধিক ঋণদাতা সিটগোর ওপর দাবি জানিয়ে আসছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই দীর্ঘদিনের আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সিটগো বিক্রির অনুমোদন দেয়।

সিটগোর পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশে হওয়া এই বিক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের ফোরক্লোজার প্রক্রিয়ায় ‘গুরুতর স্বার্থের সংঘাত’ রয়েছে, যা প্রতিষ্ঠানটির অর্থনৈতিক মূল্যের জন্য ক্ষতিকর।

পর্ষদের হিসাব অনুযায়ী, সিটগোর বর্তমান মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।

২০১৯ সাল থেকে সিটগো ভেনেজুয়েলার বিরোধী শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। ওই বছর যুক্তরাষ্ট্র তৎকালীন বিরোধী নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপের লক্ষ্য ছিল কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।

তবে ৬৩ বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ও মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ গত বছর সিটগো নিলামে তোলার প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘জোরপূর্বক বিক্রি’ বলে অভিহিত করেছিলেন।

তবে মাদুরো গ্রেফতার হওয়ার পর, তিনি ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সংক্রান্ত দাবিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।