নির্বাচন ভোটারবান্ধব ও সহজ করতে ইসিকে আহ্বান জানানো হয়েছে : সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নির্বাচন প্রক্রিয়াকে ভোটারবান্ধব ও সহজতর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ দুপুরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা চাই দেশের অধিকাংশ ভোটার ভোট দিক। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি। সহজতর করি, যাতে অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারেন, এ আহ্বান নির্বাচন কমিশনের প্রতি আমরা জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন।
ভোটার স্লিপে নির্বাচনী প্রার্থীর মার্কা, ছবি বা দলের নাম না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন বলে তিনি আরো বলেন, একটা ভোটার স্লিপ পেলে ভোটার নিজেই কোন প্রার্থীকে বেছে নেবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নিবেন। সুতরাং প্রার্থীর মার্কা বা ছবি যেকোনো একটা ভোটার স্লিপে থাকলে ভোট প্রদান একজন ভোটারের জন্য আরো সহজ হয়ে যাবে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করে দেখতে বলেছি, কেননা চাইলে তারা নিজেরাই এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারেন। এতে একজন ভোটারের ভোট দান প্রক্রিয়া সহজ হবে।
তিনি বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচাইতে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকে শুধু তাদের মার্কা দিয়ে বা নাম দিয়ে যেন পোস্টাল ব্যালট হয়। সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয় এবং এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি। সব মার্কা সংযোজন করে পোস্টাল ব্যালট বানিয়ে দেশের সবগুলো নির্বাচনী আসনে তো পাঠানো হচ্ছে না, তাই সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য স্পষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি সেটা তারা গ্রহণ করবেন। যেহেতু বিষয়টি যৌক্তিক।
আজকের আলোচনায় দুই একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি, এগুলো তাদের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের বিষয়গুলো বিবেচনা করবেন বলে জানিয়েছে, তিনি বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক সফর বা নির্বাচনের প্রচারণার উদ্দেশ্য না থাকার পরেও নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন, এবং সেই সফরটা ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিলো।
তিনি বলেন, এখানে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো আচরণবিধির ব্যত্যয় ঘটেনি, কেননা নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে সফরটি স্থগিত করা হয়েছে। বরং এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা যে ভিন্ন ভিন্ন বক্তব্য বা অসত্য বিবৃতি দিচ্ছেন, তাতেই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে।
এ ধরনের ব্যত্যয় চিহ্নিত করে নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠকে বসে।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।






















