ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১ দলীয় জোট : জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক‍্য।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী— বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) ৭, আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) ৩, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২।

এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও।

তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কতটি আসন থেকে নির্বাচন করবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান জামায়াতের এ নেতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে নির্বাচনি আসন সমঝোতা জোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘জোট ১১ দলীয় আছে, এটা ভাঙেনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপি মেনে নেবো না। আমরা যুব সমাজের ভোট নিশ্চিত করতে চাই। আমরা হাদি হত্যার বিচার চাই, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা জানি।’

সাতচল্লিশ, একাত্তর, চব্বিশসহ সব আত্মত্যাগের প্রতি জামায়াতে ইসলামী শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন দলটির আমির।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কাররের পক্ষে থাকা বৈষম্যবিরোধী দেশ গড়ার লক্ষ্য নিয়েই সবাই এক জোট হয়েছি। সারা দশে কোনো দলের প্রার্থী থাকবে না, সবাই হবে এই জোটের প্রার্থী হবে। সবাইকে গণভোটে হ্যা ভোটের পক্ষে সচেতন করতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

১১ দলীয় জোট : জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক‍্য।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী— বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) ৭, আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) ৩, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২।

এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও।

তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কতটি আসন থেকে নির্বাচন করবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান জামায়াতের এ নেতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে নির্বাচনি আসন সমঝোতা জোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘জোট ১১ দলীয় আছে, এটা ভাঙেনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপি মেনে নেবো না। আমরা যুব সমাজের ভোট নিশ্চিত করতে চাই। আমরা হাদি হত্যার বিচার চাই, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা জানি।’

সাতচল্লিশ, একাত্তর, চব্বিশসহ সব আত্মত্যাগের প্রতি জামায়াতে ইসলামী শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন দলটির আমির।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কাররের পক্ষে থাকা বৈষম্যবিরোধী দেশ গড়ার লক্ষ্য নিয়েই সবাই এক জোট হয়েছি। সারা দশে কোনো দলের প্রার্থী থাকবে না, সবাই হবে এই জোটের প্রার্থী হবে। সবাইকে গণভোটে হ্যা ভোটের পক্ষে সচেতন করতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।