অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিশ্ব ব্যাংক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ৬২ বার পড়া হয়েছে
করোনা মহামারির পরপরই ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। পূর্ব এশিয়া এবং ইউরোপের অনুন্নত দেশগুলোই গুরুতর অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলেও সতর্ক করেছে বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস জানিয়েছেন, কম প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতি এখন অনেক বেশি। একইসাথে, খাদ্য এবং জ্বালানিতে খরচ বাড়ছে। ইউক্রেন যুদ্ধ, চীনের লকডাউন এবং পণ্য সরবরাহ বাধাপ্রাপ্ত হওয়ায় সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়েছে।
এসব কারণেই কোনো কোনো দেশ অর্থনৈতিক মন্দা এড়াতে পারবে না বলেও সতর্কতা দিয়েছে বিশ্বব্যাংক।
এরআগে, বৈশ্বিক অগ্রগতি প্রতিবেদনে অর্থনৈতিক মন্দা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ব ব্যাংক প্রধান।

























