পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ডাক দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে হবে এ পদযাত্রা। এ পদযাত্রা আগামী শুক্রবার শুরু হবে বলে রয়টার্সেও খবরে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫শে অক্টোবর) লাহোরে এক সংবাদ সম্মেলন করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। তিনি জানান, শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের ওপর চাপ দিতেই এ উদ্যোগ।
তার দাবি, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় লংমার্চ হবে। কারণ, দুটি শহরের দূরত্ব ৩৮০ কিলোমিটার। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দেন।
আগেই সরকারের তরফ থেকে ঘোষণা এসেছিল, বিক্ষোভকারীদের ঠেকাতে নেয়া হবে সব ধরনের পদক্ষেপ। রাজধানীর প্রবেশ মুখগুলোয় কমপক্ষে ৩০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
তাছাড়া, বিরোধীদের অগ্রযাত্রা ঠেকাতে ইসলামাবাদের চারপাশে বসানো হবে শতাধিক ভারী কন্টেইনার। গেলো সপ্তাহেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইমরান খানকে পার্লামেন্ট আসন থেকে অপসারণের ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন।