যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও তেলবোঝাই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান। জেলেনস্কি জানান, ভয়াবহ এই সংঘর্ষে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৭ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে, এই দুর্ঘটনার সঙ্গে রাশিয়ার যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।