রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

খালেদা জিয়া সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক: যুবদল সভাপতি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২
খালেদা জিয়া সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক: যুবদল সভাপতি
খালেদা জিয়া সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক: যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু এ দেশের নয়, সারাবিশ্বের গণতন্ত্রের প্রতীক। যিনি আজীবন এই গতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকেও সেই গণতন্ত্রের জন্য তিনি ত্যাগ স্বীকার করছেন।

শুক্রবার (১৭ জুন) মালিবাগ বাজার জামিয়া শারইয়্যাহ মাদ্রাসায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় যুবদল সভাপতি বলেন, ‘এই স্বৈরাচারী সরকারের রোষাণলে বিনা অপরাধে, ষড়যন্ত্রের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আওয়ামী লীগের প্রতিহিংসায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।’

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘এ দেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে যেমন জিয়াউর রহমান আজীবন স্থান করে নিয়েছেন তেমনি খালেদা জিয়াও তাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক চড়াই-উৎরাই পারি দিয়েছেন। এবারও এই স্বৈরাচারী, ফ্যাসীবাদী সরকারের তক্তে-তাউস গদি থেকে সাধারণ মানুষ টেনে-হিচড়ে নামাবে। আমরা সেই আন্দোলরে প্রস্তুতি নিচ্ছি।’

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘এই সরকারের আমলে কোনো ধর্মের মানুষ শান্তিতে নেই। ইসলাম ধর্মীয় বড় বড় আলেমদের অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছে। তাদের রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে। মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র হনন করেছে। আওয়ামী লীগের কাছে কেউ নিরাপদ নয়। অথচ বিএনপির আমলে সব ধর্মের মানুষ একই ছাতার নীচে সৌহার্দ্যপূর্ণ পরিেেবশে বাস করেছে। দেশের এই অবস্থার পরিবর্তনের জন্য শুধু বিএনপি নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদা) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের সদস্য সচব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

এ সময় মাদ্রাসার ৫শতাধিক এতিম ছাত্রদের মাঝে দুপুরের খাবার বতরণ করেন যুবদল নেতারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ