চকবাজারের দেবীদ্বার ঘাটের কামালবাগের অগ্নিকাণ্ডে ছয়জন মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফখরুদ্দিন আগুনের ঘটনায় দায়ী বরিশাল হোটেলের মালিক। তাঁকে আজ মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।
আব্দুল কাইয়ুম বলেন, ‘এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এখন থানায় রয়েছেন। এ মামলায় হোটেল মালিককে গ্রেপ্তার দেখানো হবে।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ফখরুদ্দিনকে আমরা জিজ্ঞাসাবাদ করব। কার কী গাফিলতি ছিল, তা খতিয়ে দেখব। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
গতকাল সোমবার দুপুরে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ছয়জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বরিশাল হোটেলের দায় আছে বলে উল্লেখ করা হয়। নিহতরা ওই হোটেলের কর্মচারী। তাদের থাকার জন্য হোটেলের ওপরে ব্যবস্থা করা ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানেই ঘুমিয়েছিলেন নিহতরা।