বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

ডিবি পরিচয়ে বাইক ছিনতাই: গ্রেপ্তার ৪

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১

 

 

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সিঅ্যান্ডএফ কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ১০ ঘণ্টা অভিযোগ চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানকালে ছিনতাই করা মোটরসাইকেলটিসহ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

সোমবার গভীর রাতে বন্দর থানা এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকা থেকে চার জনকে গ্রেপ্তারের কথা জানান ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া।

গ্রেপ্তার চার জন হলেন- মো. সেলিম (৩০), মো. কাশেম (২০), ইলিয়াছ (২৯) ও মো. সাব্বির (২০)।

এসআই অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের শিকার সিঅ্যান্ডএফ এজেন্ট মো. আলহাজ আলী সোমবার সন্ধ্যায় তার এক সহকর্মীকে নিয়ে জাম্বুরি মাঠের পার্কে বেড়াতে গিয়েছিলেন। পার্ক সংলগ্ন বিএসটিআই কার্যালয়ের সামনে গেলে মোটরসাইকেল নিয়ে আসা তিন যুবক তাদের পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

এসময় তারা আলীর মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা আছে বলে গাড়ি থেকে নামতে বলেন এবং একজন চাবি নিয়ে ফেলেন।

এরপর তাদের মারধর করে ছিনতাইকারীদের একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রত চলে যায় উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “ছিনতাইকারীরা পালানোর সময় আলী তার মোবাইল ফোনে ছবি তুলে রাখেন।”

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গভীর রাতে চার জনকে গ্রেপ্তার ও মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান এসআই অর্ণব বড়ুয়া।

 


এ বিভাগের অন্যান্য সংবাদ