ডিবি পরিচয়ে বাইক ছিনতাই: গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সিঅ্যান্ডএফ কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ১০ ঘণ্টা অভিযোগ চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানকালে ছিনতাই করা মোটরসাইকেলটিসহ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

সোমবার গভীর রাতে বন্দর থানা এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকা থেকে চার জনকে গ্রেপ্তারের কথা জানান ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া।

গ্রেপ্তার চার জন হলেন- মো. সেলিম (৩০), মো. কাশেম (২০), ইলিয়াছ (২৯) ও মো. সাব্বির (২০)।

এসআই অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের শিকার সিঅ্যান্ডএফ এজেন্ট মো. আলহাজ আলী সোমবার সন্ধ্যায় তার এক সহকর্মীকে নিয়ে জাম্বুরি মাঠের পার্কে বেড়াতে গিয়েছিলেন। পার্ক সংলগ্ন বিএসটিআই কার্যালয়ের সামনে গেলে মোটরসাইকেল নিয়ে আসা তিন যুবক তাদের পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

এসময় তারা আলীর মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা আছে বলে গাড়ি থেকে নামতে বলেন এবং একজন চাবি নিয়ে ফেলেন।

এরপর তাদের মারধর করে ছিনতাইকারীদের একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রত চলে যায় উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “ছিনতাইকারীরা পালানোর সময় আলী তার মোবাইল ফোনে ছবি তুলে রাখেন।”

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গভীর রাতে চার জনকে গ্রেপ্তার ও মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান এসআই অর্ণব বড়ুয়া।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবি পরিচয়ে বাইক ছিনতাই: গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

 

 

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সিঅ্যান্ডএফ কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ১০ ঘণ্টা অভিযোগ চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানকালে ছিনতাই করা মোটরসাইকেলটিসহ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

সোমবার গভীর রাতে বন্দর থানা এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকা থেকে চার জনকে গ্রেপ্তারের কথা জানান ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া।

গ্রেপ্তার চার জন হলেন- মো. সেলিম (৩০), মো. কাশেম (২০), ইলিয়াছ (২৯) ও মো. সাব্বির (২০)।

এসআই অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের শিকার সিঅ্যান্ডএফ এজেন্ট মো. আলহাজ আলী সোমবার সন্ধ্যায় তার এক সহকর্মীকে নিয়ে জাম্বুরি মাঠের পার্কে বেড়াতে গিয়েছিলেন। পার্ক সংলগ্ন বিএসটিআই কার্যালয়ের সামনে গেলে মোটরসাইকেল নিয়ে আসা তিন যুবক তাদের পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

এসময় তারা আলীর মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা আছে বলে গাড়ি থেকে নামতে বলেন এবং একজন চাবি নিয়ে ফেলেন।

এরপর তাদের মারধর করে ছিনতাইকারীদের একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রত চলে যায় উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “ছিনতাইকারীরা পালানোর সময় আলী তার মোবাইল ফোনে ছবি তুলে রাখেন।”

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গভীর রাতে চার জনকে গ্রেপ্তার ও মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান এসআই অর্ণব বড়ুয়া।