দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ব্রিটেনে ২শ’ বছরের ইতিহাসে সবচেয়ে কম মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এখন মানুষের মনে শুধু একটাই প্রশ্ন। কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সময় যারা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার মধ্যে অন্তত দু’জন হলেন ঋষি সুনাক এবং পেনি মরড্যান্ট। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের নামই শোনা যাচ্ছে ।
এছাড়া প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের নামও শোনা যাচ্ছে। অন্যদিকে, অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, তিনি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সংবাদদাতারা বলছেন, ’মাত্র ছয় সপ্তাহ আগে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও আবার প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতায় নামতে পারেন বলে শোনা যাচ্ছে।’
একটি জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকায় এক নম্বরে আছেন ঋষি সুনাক।
বিশ্ব অর্থনীতি দিন দিন মন্দার দিকে যাচ্ছে এবং মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ছুঁয়েছে যুক্তরাজ্যে। ব্রিটিশরা প্রায় প্রতিদিনই জীবনযাত্রার ব্যয়-সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি ’কে’ সামাল দিতে পারবেন সেই অপেক্ষায় গোটা যুক্তরাজ্য।