চ্যালেঞ্জটা বেশ বড়ই। নারী এশিয়া কাপে বাংলাদেশের সামনে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। এই রান তাড়া করতে নেমে ১০০ রানে থেমে গেছে লাল-সবুজের দলের মেয়েদের ইনিংস। তাই ৫৯ রানের বড় ব্যবধানে হেরেছে রুমানা-সালমারা।
সিলেটে আজ শনিবার অধিনায়ক নিগার সুলতানা ও রুমানা হক দারুণ দুটি ইনিংস খেলে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে।
ফারজানা ৩০ বলে ৪০ রানের দুর্দান্ত একটি ইনংস খেলেন। নিগার ২৯ বলে ৩৬ রান করেন। তাঁর ইনিংসে পাঁচটি চারের মার রয়েছে। আর অন্যরা ছিলেন আসা-যাওয়ায়। তাই বাংলাদেশ পারেনি।
এর আগে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন শেফালি বারমা। ৪৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ বাউন্ডারি আর দুই ছক্কায়।
এদিন ওপেনিং জুটিতেই মূলত ভিত গড়ে নেয় ভারত। স্মৃতি-শেফালি মিলে শুরুর জুটিতে তোলেন ৯৬ রান। এর মধ্যে পাওয়ার প্লেতেই ঝড় তুলে দুজন করেন ৫৯ রান।
১২তম ওভারে রান আউটে ভাঙে এই জুটি। ৩৮ বলে ৪৭ রান করে ফিরে যান স্মৃতি। ওপেনিং জুটি ভাঙার পর ৩৫ রানে ভারতের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
তবুও শেফালির ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পেয়ে যায় ভারত। শেষ দিকে দলে ভূমিকা রাখেন জেমিইমাহ। তিনি খেলেন অপরাজিত ৩৫ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে বল হাতে ৩ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন রুমানা। ১৬ রান খরচায় একটি উইকেট নেন সালমা খাতুন।