টানা এক সপ্তাহ ধরে চড়াভাবের পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজি দাম কমেছে ২-৪ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি শুরু হলে কমে আসবে পেঁয়াজের দাম। আর সাধারণ ক্রেতারা বলছেন, সরকারের নজরদারি কম থাকায় এমন দ্রব্য মূল্য বৃদ্ধির ঘটনা ঘটে।
মাত্র এক সপ্তাহ আগেও প্রকারভেদে কেজিপ্রতি দেশি পেয়াাজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এর পরেই বাড়তে শুরু করে রান্নার প্রয়োজনীয় এই অনুসঙ্গের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি ৪৮ থেকে ৫২ টাকায় দাড়ায়। তবে সরকারের নানা পদক্ষেপের ফলে রাজধানীর বাজারে কিছুটা কমেছে পেয়াজের দাম। গতকালের চেয়ে কেজিতে কমেছে ২ থেকে ৪ টাকা পর্যন্ত।
পাইকারি ব্যবসায়ীরা বললেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় আর ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো বলে পেয়াজের দাম বাজার অস্থির। এদিকে, বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ সাধারণ ক্রেতারা। পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা।