নওগাঁয় আগাম শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। পাইকারি বাজারে দেড়শ’ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। তবে গাছে পোকা ও পঁচানি রোগ হওয়ায় দুশ্চিন্তায় চাষীরা।
নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ফসলের মাঠে চাষ করা আগাম জাতের শিম বাজারে উঠতে শুরু করেছে। ভালো ফলন পাওয়ার আশায় শিম ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে গাছে পোকা ও পঁচানি রোগ হওয়ায় দুশ্চিন্তায় তারা।
চাষীরা বলছেন, মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় আগাম শিম চাষ কিছুটা বাধাগ্রস্ত হয়। গেল কয়েকদিনের বৃষ্টি ও হালকা শীতের আমেজে ফলন ভাল হয়েছে। বাজারে ভালোদামও মিলছে বলে জানান তারা।
পোকামাকড় ও রোগবালাই দমনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, নওগাঁয় সাড়ে ৩শ’ হেক্টর জমিতে আগাম শিম চাষ হয়েছে। আর শীতকালীন শিম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৮শ’ হেক্টর জমিতে।