শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহামেডানের হোঁচটের দিনে ব্রাদার্সের প্রথম জয় ভারতকে টপকে টেস্টের এক নম্বর দল অস্ট্রেলিয়া ২০১৯ সালের পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব ভারতের কাছে সিরিজ হার বাংলাদেশের যে যত বেশি শক্তিমান, সে তত বড় ঋণখেলাপি : ড. ফরাসউদ্দিন সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে জনগণের ভাষা বুঝে সরকারকে সরে যাওয়ার আহ্বান জানালো বিএনপি কারামুক্ত হলেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ তাপপ্রবাহে শনিবার যেসব জেলায় বন্ধ থাকবে স্কুল-কলেজ পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২০ ট্রেন দুর্ঘটনা তদন্তে দুই কমিটি, বরখাস্ত ৩ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের গল্প জানালেন মুস্তাফিজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : এপ্রিল ২০, ২০২৪
আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ

ফিলিস্তিনী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়েহ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইস্তাম্বুল এসে পৌঁছেছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের সাথে গাজার যুদ্ধ নিয়ে আলোচনায় বসবেন। সূত্র: আল-আরাবিয়া

হামাসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে।

এদিকে ইরানে ইসরাইলের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এ প্রেক্ষিতে এরদোগান জোর দিয়ে বলেছেন, তিনি ফিলিস্তিনীদের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবেন।

তবে শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফাইদান কাতারে বুধবার বলেছেন, তিনি হানিয়েহ’র সাথে তিন ঘন্টা সময় কাটিয়েছেন। বিশেষ করে যুদ্ধবিরতি বিষয়ে বিস্তারিত মত বিনিময়ের কথা তিনি উল্লেখ করেন।

ইসরাইল হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে, যুদ্ধ বন্ধের আলোচনা স্থবির হয়ে আছে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে উভয়ে সর্বশেষ বৈঠক করেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ