বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার নয় শুক্রবার বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি এপ্রিল মাসে ১৯০ কোটি ৮০ মার্কিন ডলার প্রবাসী আয় বিএনপি আবার ক্ষমতা পেলে রক্তে ভাসিয়ে দেবে: কাদের বিএনপি অতীতেও পরাজিত হয়নি, এখনও হবে না : মির্জা ফখরুল রোগীদের প্রতি অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদের নানা দাবি ওমরাহ পালন করতে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘের হামাসের বিরুদ্ধে অভিযান চলবেই : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ক্রমেই বেগবান হচ্ছে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন বিপুল গোলাবারুদ ‘বেঁচে’ দিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী শুক্রবার চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে পাকিস্তান

ইসরায়েলি হামলার পর আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : এপ্রিল ১৯, ২০২৪
ইসরায়েলি হামলার পর আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এরইমধ্যে দেশটির বিভিন্ন শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়া করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তিনি বিস্তারিত বলেননি।

এদিকে ইরানের কয়েকটি শহরের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরানি এয়ারপোর্ট অ্যান্ড নেভিগেশন কোম্পানি।

ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।

ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে।

এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা মিত্ররাও।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ