জার্সি উন্মোচন স্থগিত, বাড়লো পাকিস্তানের বিশ্বকাপ অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার নিজেদের জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বৈশ্বিক আসরের জন্য পাকিস্তানের জার্সি উন্মোচনের কথা ছিল।
যদিও দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, অনিবার্য কারণ দেখিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত রেখেছে পিসিবি।
বর্তমানে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা নিজেদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই আছে অনিশ্চয়তার মাঝে। এমন এক পরিস্থিতিতে জার্সি উন্মোচন স্থগিত রাখায় দেখা দিয়েছে নতুন প্রশ্ন। যদিও বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, এরই মধ্যে বিশ্বকাপ খেলার জন্য কলম্বোর টিকিট কেটেছে পাকিস্তান।
নির্ধারিত সময়েই বিশ্বকাপে খেলতে নামবে ম্যান ইন গ্রিনরা। আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ রয়েছে ম্যান ইন গ্রিনদের।











