ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৪৭

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে ভারত–সমর্থিত বন্দুকধারীরা একযোগে ১২টি স্থানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। খবর জিও নিউজের।

শনিবার পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে সূত্রগুলো জানিয়েছে, সময়োচিত ও কার্যকর প্রতিরোধের মাধ্যমে হামলাগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন স্থানে এখনো বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে। খবর জিও নিউজের।

নিরাপত্তা সূত্রের মতে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ব্যানারে পরিচালিত এই হামলাগুলো পুলিশ, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে ব্যর্থ করে দেয়া হয়েছে। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। নিহত ১০ সদস্যের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, জাতি তাদের বীর সন্তানদের নিয়ে গর্বিত। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, সন্ত্রাসবাদ দমনে রাষ্ট্রের অটল সংকল্প এই হামলায় ভাঙবে না।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। এতে বলা হয়, এই অভিযানে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

আরেকটি নিরাপত্তা সূত্র বলেছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশটির হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন।

আইএসপিআর জানায়, ২০২৫ সালে দেশজুড়ে ৭৫ হাজারের বেশি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে এবং গত বছরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে দুই হাজার ৫৯৭ জন বন্দুকধারী।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৪৭

আপডেট সময় : ০৪:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে ভারত–সমর্থিত বন্দুকধারীরা একযোগে ১২টি স্থানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। খবর জিও নিউজের।

শনিবার পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে সূত্রগুলো জানিয়েছে, সময়োচিত ও কার্যকর প্রতিরোধের মাধ্যমে হামলাগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন স্থানে এখনো বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে। খবর জিও নিউজের।

নিরাপত্তা সূত্রের মতে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর ব্যানারে পরিচালিত এই হামলাগুলো পুলিশ, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে ব্যর্থ করে দেয়া হয়েছে। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। নিহত ১০ সদস্যের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, জাতি তাদের বীর সন্তানদের নিয়ে গর্বিত। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, সন্ত্রাসবাদ দমনে রাষ্ট্রের অটল সংকল্প এই হামলায় ভাঙবে না।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। এতে বলা হয়, এই অভিযানে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

আরেকটি নিরাপত্তা সূত্র বলেছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশটির হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন।

আইএসপিআর জানায়, ২০২৫ সালে দেশজুড়ে ৭৫ হাজারের বেশি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে এবং গত বছরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে দুই হাজার ৫৯৭ জন বন্দুকধারী।