শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পরোয়া করেন না: কাদের আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ফাঁদছে সরকার: মঈন খান ফের দুই দিনের হিট অ্যালার্ট জারি ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস ‘বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ ও অত্যাচার করত’ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বেড়েই চলছে চীনের বাণিজ্য দৃশ্যমান দেশের প্রথম পাতাল মেট্রোর ডিপো এলাকা ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য যারা একবেলা খেতে পারত না, তারা চারবেলা খায় : প্রধানমন্ত্রী ডাবল সেঞ্চুরীর পথে ডিম,বাজার ক্রমশ অস্থির গণভবনে ফুলেল ভালোবাসায় সিক্ত শেখ হাসিনা র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপ : বাংলাদেশ-ভারত ম্যাচের সূচি প্রকাশ ধনী ক্রীড়াবিদদের তালিকার শীর্ষে রোনালদো জয়ে জাভির মাইলফলক রাঙালো বার্সা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন তামিম

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৫, ২০২২
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন তামিম

ওয়ানডে ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন ওয়ানডে অধিনায়ক। সে সঙ্গে স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান ২৫ হাজার রান পেরিয়েছেন তামিম।

আট হাজারি ক্লাবে প্রবেশ করতে তামিমের দরকার ছিল ৫৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সে রান তুলো এ মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার।

তামিম ওয়ানডেতে এখন পর্যন্ত ২২৯ ম্যাচের ২২৬ ইনিংস খেলে এই রেকর্ড গড়েন। তামিমের ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪। ওয়ানডেতে এখন পর্যন্ত তামিমের সেঞ্চুরি আছে ১৪টি আর হাফ সেঞ্চুরি ৫৪টি।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬ হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬ হাজার ৬৯৭ রান করেছেন মুশফিক।

তামিম হাফসেঞ্চুরি করে ব্যাক্তিগত ৬২ রানে আউট হলেও, অপরপ্রান্ত ৪৮ রানে অপরাজিত আছেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৮ ছাড়িয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পেয়েছে। স্কোর ২৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৬ রান।

টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচেও টস জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই ফল। টস হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টস জয়ী জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটের একাদশে ফিরেছেন এনামুল হক। ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফিরেছেন আগেই। তবে যে ফরম্যাটে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স ছিল তার, সেই ওয়ানডে সংস্করণে অবশেষে খেলার সুযোগ পেলেন ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।


এ বিভাগের অন্যান্য সংবাদ