ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রুনোর জন্য দরজা খুলল না রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জানুয়ারির দলবদলে এখনো খুব একটা সরব হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। একদিকে নতুন অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে দল, অন্যদিকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও শীর্ষ খেলোয়াড়দের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের বিপক্ষে দারুণ জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। তবে মাঠের বাইরের আলোচনায় সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ। ইতিমধ্যে কাসেমিরো ঘোষণা দিয়েছেন, মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়বেন।

এবার সেই তালিকায় যুক্ত হলো অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের নাম। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইএসপিএনের সাংবাদিক রোদ্রার বরাতে জানা গেছে, ব্রুনো রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি সম্ভাব্য দলবদলের জন্য নিজের নাম প্রস্তাবও দেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ জানিয়ে দেয়, জানুয়ারি দলবদলের বাজারে ব্রুনোকে নেওয়ার বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই।

২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ব্রুনো। কঠিন সময়েও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। ক্যারিকের অধীনে প্রথম দুই ম্যাচেই অ্যাসিস্ট করে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের আগ্রহ না দেখানোর কারণ হিসেবে বলা হচ্ছে, তাদের বর্তমান মিডফিল্ড পরিকল্পনা। জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েঁ চুয়ামেনি ও আর্দা গুলারকে ঘিরে ইতিমধ্যেই শক্ত মিডফিল্ড গড়ে তুলেছে স্প্যানিশ ক্লাবটি। তাই তারা স্বল্পমেয়াদি সমাধানের চেয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বেশি গুরুত্ব দিচ্ছে।

ব্রুনোর সঙ্গে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। তাঁর ক্লাব ছাড়ার এই খবর আবারও দেখিয়ে দিল, ক্লাবের সবচেয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ব্রুনোর জন্য দরজা খুলল না রিয়াল মাদ্রিদ

আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

জানুয়ারির দলবদলে এখনো খুব একটা সরব হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। একদিকে নতুন অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে দল, অন্যদিকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও শীর্ষ খেলোয়াড়দের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের বিপক্ষে দারুণ জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। তবে মাঠের বাইরের আলোচনায় সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ। ইতিমধ্যে কাসেমিরো ঘোষণা দিয়েছেন, মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়বেন।

এবার সেই তালিকায় যুক্ত হলো অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের নাম। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইএসপিএনের সাংবাদিক রোদ্রার বরাতে জানা গেছে, ব্রুনো রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি সম্ভাব্য দলবদলের জন্য নিজের নাম প্রস্তাবও দেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ জানিয়ে দেয়, জানুয়ারি দলবদলের বাজারে ব্রুনোকে নেওয়ার বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই।

২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ব্রুনো। কঠিন সময়েও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। ক্যারিকের অধীনে প্রথম দুই ম্যাচেই অ্যাসিস্ট করে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের আগ্রহ না দেখানোর কারণ হিসেবে বলা হচ্ছে, তাদের বর্তমান মিডফিল্ড পরিকল্পনা। জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েঁ চুয়ামেনি ও আর্দা গুলারকে ঘিরে ইতিমধ্যেই শক্ত মিডফিল্ড গড়ে তুলেছে স্প্যানিশ ক্লাবটি। তাই তারা স্বল্পমেয়াদি সমাধানের চেয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বেশি গুরুত্ব দিচ্ছে।

ব্রুনোর সঙ্গে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। তাঁর ক্লাব ছাড়ার এই খবর আবারও দেখিয়ে দিল, ক্লাবের সবচেয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।