ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন!
- আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আমলে না নিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হলেও এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়েই জোরেশোরে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিপাহ ভাইরাস সংক্রমণে দেশটির দিকে বাড়তি নজর রাখছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গুঞ্জন উঠেছে, সংক্রমণ এড়াতে ভারত সফরে আপত্তি জানাতে পারে ক্রিকেটের বড় দুই দেশ।
শুরুতে নিছক গুঞ্জন থাকলেও সময় যতই গড়াচ্ছে, ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে ততোই প্রশ্ন বাড়ছে। দেশটিতে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ এখন বৈশ্বিক গণমাধ্যমের খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে যা দুশ্চিন্তা তৈরি করেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশে।
পাকিস্তানের গণমাধ্যম জিএনএন নিউজের এক অনুষ্ঠানে দাবি করা হয়েছে, এরইমাঝে ভারতে বিশ্বকাপ খেলার প্রশ্নে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড। নিপাহ ভাইরাস সংক্রমণ আমলে নিয়ে এমন আপত্তি তাদের। ব্রিটেনের গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরেও উঠে এসেছে ব্রিটিশ সরকারের এমন উদ্বেগের প্রসঙ্গ। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরইমাঝে ভারত সফর নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
অবশ্য শুধু ইংল্যান্ডই না। অস্ট্রেলিয়াতেও ভারতের নিপাহ ভাইরাস প্রসঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন ভারতে নিপাহ ভাইরাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা।
সবমিলিয়ে এখন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ২০০ জন নিপাহ ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। রাজ্যটিতে বিশ্বকাপের মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরল প্রজাতির এ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার প্রায় ৪৫ থেকে ৭৫ শতাংশ। সামগ্রিক পরিস্থিতিতে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সব দেশকেই।












