বুধবার, ০১ মে ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রোগীদের প্রতি অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদের নানা দাবি ওমরাহ পালন করতে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘের হামাসের বিরুদ্ধে অভিযান চলবেই : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ক্রমেই বেগবান হচ্ছে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন বিপুল গোলাবারুদ ‘বেঁচে’ দিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী শুক্রবার চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের ড্র সালাহকে ডাকছে সৌদি, আশাবাদী লিভারপুল মস্কো প্রদর্শনীতে ইউক্রেন থেকে আটক পশ্চিমা ট্যাঙ্ক প্রদর্শন মে দিবস নয়, ওয়ার্কার্স ডে পালন করে আমেরিকা

যুক্তরাজ্যের শিশুদের দারিদ্র্যের রেকর্ড : পরিসংখ্যান

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : মার্চ ২২, ২০২৪
যুক্তরাজ্যের শিশুদের দারিদ্র্যের রেকর্ড : পরিসংখ্যান

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্য জুড়ে আগের চেয়ে অনেক বেশি শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, জি-৭ দেশে ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য শিশুদের স্বাস্থ্যকে প্রভাবিত করেছে এবং ক্রমবর্ধমান সংখ্যা খাদ্য ব্যাংক ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

কর্ম ও পেনশন বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, আনুমানিক ৪.৩৩ মিলিয়ন শিশু ২০২৩ সালের মার্চ পর্যন্ত নিম্ন আয়ের পরিবারে বসবাস করছে। যা আগের বছরের ৪.২২ মিলিয়ন থেকে বেশি ছিল এবং ২০২০ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে রেকর্ড সর্বোচ্চ ৪.২৮ মিলিয়নের উপরে।

দাতব্য সংস্থ্যা সেভ দ্য চিলড্রেনের মেগান মিক-ও’কনর বলেছেন, ‘আজ ৪৩ লক্ষ শিশু ব্যর্থ হচ্ছে। এটি একটি আক্রোশের বিষয় যে, আরও ১ লক্ষ শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে।’ একটি পরিবার আপেক্ষিক দারিদ্র্যের মধ্যে বিবেচিত হয় যদি এটি আবাসন খরচের পর গড় আয় ৬০ শতাংশের নিচে হয়।

পরিসংখ্যান অনুসারে, আপেক্ষিক নিম্ন আয়ের আনুমানিক মোট সংখ্যা ছিল ১৪.৩৫ মিলিয়ন, যা আগের বছরের ১৪.৪০ মিলিয়ন থেকে কম। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) অনুসারে, পরিসংখ্যানে প্রকৃত চরম দারিদ্র্যের সংখ্যা দেখায়। আগের বছরের তুলনায় ৬ লক্ষ মানুষের মধ্যে প্রায় অর্ধেক শিশু চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিল।

জেআরএফ প্রধান বিশ্লেষক পিটার মেটেজিক বলেছেন, ‘আজ প্রকাশিত বার্ষিক দারিদ্র্যের পরিসংখ্যান নিশ্চিত করে যে সরকার জীবনযাত্রার ব্যয়-সংকট থেকে সবচেয়ে দুর্বলদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেছেন, দারিদ্র্যের পতনের কারণ, ‘সবচেয়ে কম আয়ের লোকেদের ভাল থাকার চেয়ে ‘মধ্যম আয়ের পরিবারের আয় কমে যাওয়া।’ পরিসংখ্যান দেখায় যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম যেহারে বেড়েছে তাতে ব্রিটিশদের আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

সরকার বলেছে, পরিসংখ্যানগুলো উচ্চ মূল্যস্ফীতির সময় এসেছে এবং বলেছে অনেক পরিবারের জীবনযাত্রার ব্যয় এখন ‘সহজ’ হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ