রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল: কর্নেল অলি চার জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম: স্পিকার নরসিংদীতে বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলেসহ ৪ জনের শেয়ারবাজার ছাড়লেন আরও ২১৮৮ বিনিয়োগকারী জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি ফের শাহরুখ খানের দলে সাকিব বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে: দুদু সরকারের ধারাবাহিকতার কারণে এতো উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত দুই টেক্সাসের হাস্টনে শক্তিশালী হারিকেনের আঘাত অর্থপাচার করলে কোন ছাড় নেই: ওবায়দুল কাদের

বান্দরবানে কলা চাষীদের লোকসান

বান্দরবান সংবাদদাতা
আপডেট : আগস্ট ১৩, ২০২২
বান্দরবানে কলা চাষীদের লোকসান

দেশের বিভিন্ন এলাকায় বান্দরবানের কলার চাহিদা থাকলেও কাঙ্খিত মূল্য পাচ্ছেন না স্থানীয় চাষিরা। তাদের অভিযোগ, বিপুল পরিমাণ কলা উৎপাদন করলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাভবান হচ্ছে মধ্যস্বত্ত্বভোগীরা। এ কারণে কলা চাষে আগ্রহ হারাচ্ছেন সেখানকার চাষিরা।

বান্দরবানে এবার ৯ হাজার ৮৮৫ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এখানকার উৎপাদিত কলা সুস্বাদু হওয়ায় ও রাসায়নিক ব্যবহার না করায় দেশের বিভিন্ন জেলায় চাহিদা রয়েছে। সপ্তাহে দুই দিন বান্দরবান বাজারে কলার হাট বসে। হাটের দিন পাইকাররা এখান থেকে কলা কিনে ট্রাকে করে নিয়ে যান। প্রতিটি ট্রাকে ৭০ থেকে ৮০ হাজার টাকার কলা বোঝাই করা হয়। মাসে এ বাজার থেকে কলা বিক্রির আনুমানিক পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

কিন্তু চাষীরা বলছেন, কাঙ্খিত মূল্য পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ, বাজারে কলা নিয়ে যাওয়ার পর পাইকাররা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করে। বাধ্য হয়ে কম দামে তাদের কাছে কলা বিক্রি করতে হয়। একারণে আগ্রহ হারাচ্ছেন কলা চাষে।

এদিকে, কৃষকরা যেন কলার উৎপাদন বাড়াতে পারেন সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় কলার উৎপাদন বেশি হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ