ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার পরিবর্তে ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তি করতে চেষ্টা করবে। যদিও তেহরান সতর্ক করে বলেছে যে, তাদের পারমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনো আলোচনার বিষয় হবে না। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আমি এটা বলতে পারি, ইরান অবশ্যই একটি চুক্তি করতে চায়।’

ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান- তিনি ইরানের পারমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য কোনো সময়সীমা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ‘হ্যাঁ, আমি দিয়েছি, ‘তবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন।

ট্রাম্প ইরানের জলসীমায় একটি মার্কিন নৌবহরের অবস্থানের উল্লেখ করে বলেন, ‘আমাদের বিশাল নৌবহর, ফ্লোটিলা আছে। এটি ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আশা করছি, আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি হয় তবে ভালো, আর না হলে কী হয় তা দেখা যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘তিনি জানতে পেরেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, ৬,০০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এটি তেহরানের আলোচনার ইঙ্গিত হতে পারে বলে মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার পরিবর্তে ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তি করতে চেষ্টা করবে। যদিও তেহরান সতর্ক করে বলেছে যে, তাদের পারমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনো আলোচনার বিষয় হবে না। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আমি এটা বলতে পারি, ইরান অবশ্যই একটি চুক্তি করতে চায়।’

ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান- তিনি ইরানের পারমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য কোনো সময়সীমা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ‘হ্যাঁ, আমি দিয়েছি, ‘তবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন।

ট্রাম্প ইরানের জলসীমায় একটি মার্কিন নৌবহরের অবস্থানের উল্লেখ করে বলেন, ‘আমাদের বিশাল নৌবহর, ফ্লোটিলা আছে। এটি ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আশা করছি, আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি হয় তবে ভালো, আর না হলে কী হয় তা দেখা যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘তিনি জানতে পেরেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, ৬,০০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এটি তেহরানের আলোচনার ইঙ্গিত হতে পারে বলে মনে হচ্ছে।