আসছে বিধ্বংসী ‘বোম্ব সাইক্লোন’ : বিপর্যস্ত হতে পারে ২ কোটি ৮০ লাখ মানুষ
- আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে এক বিধ্বংসী শীতকালীন তুষারঝড় (Winter Storm), যা আবহাওয়াবিদদের ভাষায় শক্তিশালী এক ‘বোম্ব সাইক্লোন’ (Bomb Cyclone)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, হারিকেন-গতির ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে এই ঝড়ের সৃষ্টি হবে। দ্রুত শক্তি সঞ্চয় করে এটি উত্তরমুখী হবে, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় বোম্বোজেনেসিস (Bombogenesis) বলা হয়। এর প্রভাবে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসবে এবং এমন সব এলাকায় তুষারপাত ঘটাবে যেখানে সাধারণত শীতকালীন আবহাওয়া দেখা যায় না।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে আবহাওয়া সতর্কতা (Weather Alert) জারি রয়েছে। জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়ার প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ সরাসরি তুষারঝড়ের সতর্কবার্তার (Blizzard Warning) আওতায় রয়েছে। বিশেষ করে নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনার অনেক জায়গায় ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। এমনকি আটলান্টার মতো শহরে, যেখানে তুষারপাত বিরল, সেখানেও বড় ধরনের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা (Power Outage) এবং যাতায়াত ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।












