ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার গঠন করলে গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ করব : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় জোট সরকার গঠন করে গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ এবং শহিদ শরিফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিচার এবং হাদি হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে এবং এই ১১ দলীয় জোট আজকে একত্রে নির্বাচন করতে পারছে। আজকে চৌদ্দগ্রামের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। তিনি সংসদে গিয়ে শুধু চৌদ্দগ্রামের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন।

তিনি আরও বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাজারো শহিদের রক্তের বিনিময়ে আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা একটা সাধারণ নির্বাচন, যা গত ১৬ বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে; তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানা তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনীতিক বলেছেন যে, ১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরিফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহিদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শুধু এই চৌদ্দগ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে ১১ দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, ১১ দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ এবং শহিদ শরিফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিচার এবং শরিফ উসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ।

১১ দলীয় জোট জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

সরকার গঠন করলে গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ করব : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় জোট সরকার গঠন করে গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ এবং শহিদ শরিফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিচার এবং হাদি হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে এবং এই ১১ দলীয় জোট আজকে একত্রে নির্বাচন করতে পারছে। আজকে চৌদ্দগ্রামের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। তিনি সংসদে গিয়ে শুধু চৌদ্দগ্রামের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন।

তিনি আরও বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাজারো শহিদের রক্তের বিনিময়ে আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা একটা সাধারণ নির্বাচন, যা গত ১৬ বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে; তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানা তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনীতিক বলেছেন যে, ১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরিফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহিদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শুধু এই চৌদ্দগ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে ১১ দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, ১১ দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ এবং শহিদ শরিফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিচার এবং শরিফ উসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ।

১১ দলীয় জোট জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব।