বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

আফ্রিদিকে বিশ্বসেরা মনে করছেন বাবর

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৮, ২০২২

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের চোখে, এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার আফ্রিদি।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিশ্ব ক্রিকেটে সেরা বোলারের তকমা পেয়ে গেছেন আফ্রিদি। ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসি র‌্যাংকিং তালিকায় শীর্ষ দশ বোলারের মধ্যে আছেন তিনি। যে কারণেই আফ্রিদিকে বর্তমানে বিশ্বের সেরা বোলার বলতে দ্বিধাবোধ করেননি বাবর।
আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা ব্যাটার বাবর বলেন, ‘সে যেভাবে খেলছে এবং পারফর্ম করছে, তাতে সে অনেক দূর যাবে। আমার কাছে আফ্রিদি এখন এক নম্বর বোলার।’

তিন ফরম্যাটেই প্রতিপক্ষ ব্যাটারদের জন্য হুমকি আফ্রিদি। উইকেটে দু’দিকেই সুইং ও বাউন্সারে কুপোকাত করতে পারদর্শী তিনি। আফ্রিদির মত এমন প্রতিভাবান ও পরিশ্রমী বোলার পেয়ে নিজেকে ভাগ্যবান বলছেন বাবর।

তিনি বলেন, ‘তার মত বোলারের র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার সামর্থ্য রয়েছে। সে খুবই পরিশ্রমী ও প্রতিভাবান বোলার। অধিনায়ক হিসেবে এমন বোলার পেয়ে আমি ভাগ্যবান।’

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্টে ৯৫ উইকেট, ৩০ ওয়ানডেতে ৫৯ ও ৪০টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী আফ্রিদি।

আফ্রিদির প্রশংসার পাশাপাশি, ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেন বাবর। তিনি বলেন, ‘পুরো সিরিজ জুড়েই বেশ দর্শক ছিল মাঠে। দেশের মাটিতে বড়-বড় তারকাদের খেলা দেখা সবসময়ই ইতিবাচক। এই সিরিজ (অস্ট্রেলিয়া) অন্যান্য দলগুলোকে পাকিস্তানে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি হারলেও, পিছিয়ে পড়েও ওয়ানডে সিরিজ জিতেছিলো পাকিস্তান।


এ বিভাগের অন্যান্য সংবাদ