সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

আবেগী বার্তায় বেনফিকা ছাড়ার ঘোষণা ডি মারিয়ার

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ১৮, ২০২৫
আবেগী বার্তায় বেনফিকা ছাড়ার ঘোষণা ডি মারিয়ার

দ্বিতীয় দফায় দু’বছরের অধ্যায় শেষে আবারও বেনফিকাকে বিদায় বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির হয়ে শেষ লিগ ম্যাচ খেলার পর এক আবেগঘন বার্তায় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার।

শনিবার (১৭ মে) ব্রাগার বিপক্ষে লিগের শেষ ম্যাচে বেনফিকার হয়ে মাঠে নামেন ডি মারিয়া। তবে শেষটা রাঙানো হয়নি জয় দিয়ে। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই থেকে শেষ করতে হয়েছে বেনফিকাকে। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে শিরোপা গেছে স্পোর্টিং সিপির ঝুলিতে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ডি মারিয়া লেখেন, ‘এটা সে ফলাফল নয়, যেটা আমরা চ্যাম্পিয়নশিপে চেয়েছিলাম। লক্ষ্যে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা বেশ কষ্ট দেয় যখন লম্বা একটি বছর এভাবে শেষ করতে হয়। এ জার্সিতে এটা আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি আবার পরতে পেরে আমি বেশ গর্বিত।’

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত বেনফিকার হয়ে প্রথম দফায় খেলেছিলেন ডি মারিয়া। এরপর তিনি ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসে খেলেছেন। ২০২৩ সালে আবারও বেনফিকায় ফিরে আসেন তিনি।

তবে বেনফিকার হয়ে এটাই ডি মারিয়ার একেবারে শেষ ম্যাচ নয়। আগামী ২৫ মে পর্তুগাল কাপের ফাইনালে স্পোর্টিং সিপির মুখোমুখি হবে বেনফিকা। সেই ম্যাচে ডি মারিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। এরপর জুন-জুলাইয়ে তিনি অংশ নিতে পারেন ফিফা ক্লাব বিশ্বকাপে, যেটি হতে যাচ্ছে তার ইউরোপীয় ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

এদিকে তার ভবিষ্যৎ নিয়ে চলছে জোর গুঞ্জন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরতে পারেন ডি মারিয়া। অন্যদিকে ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন এই আর্জেন্টাইন উইঙ্গার।

একটি যুগের অবসানের পথে ডি মারিয়া। তবে ফুটবলপ্রেমীদের প্রশ্ন শেষটা কোথায় হবে? মাতৃভূমির ক্লাবে, নাকি বন্ধুর পাশে আমেরিকায়?


এ বিভাগের অন্যান্য সংবাদ