বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়, দলীয় কর্মীদের তারেক রহমান ঐতিহাসিক জয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন জেলেনস্কিও, যুদ্ধ কী থামবে? ইইউ আপনার সাথে আছে, ইউনূসকে পাওলা পামপোলিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজের দু’টি প্যাকেজ ঘোষণা নিত্যপণ্য ও সারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে: অর্থ উপদেষ্টা চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমু গ্রেপ্তার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুলসহ ৫ জনকে বছরের বাকি সময়েও বাড়বে ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ-মৃত্যু বিনা শুল্কে গাড়ি আমদানি: ১৫ বছরে লোকসান ৫ হাজার কোটি টাকা

গ্রুপের শীর্ষ দল হিসেবেই নক আউট পর্বে মাদ্রিদ, ইন্টারের বিদায়

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
গ্রুপের শীর্ষ দল হিসেবেই নক আউট পর্বে মাদ্রিদ, ইন্টারের বিদায়

প্রায় একই ধরনের দুই হেডে বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখকে ২-০ গোলে পরাজিত করে বি-গ্রুপের শীর্ষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এদিকে গ্রুপের আরেক ম্যাচে সান সিরোতে শাখতার দোনেৎস্কের সাথে গোল শুন্য ড্র করে টানা তৃতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।
রিয়ালের সাথে পরের রাউন্ডে যেতে হলে এন্টোনিও কন্টের দলের জয় ছাড়া বিকল্প ছিলনা। কিন্তু গ্রুপ পর্বে মাত্র এক জয়ে গ্রুপের তলানির দল হিসেবেই তাদের বিদায় নিতে হলো। রিয়ালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে জার্মান ক্লাব মনচেনগ্লাডবাখও।
অথচ ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টিফানোতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার শঙ্কা নিয়ে ম্যাচ শুরু করেছিল মাদ্রিদ। এই ম্যাচে জিততে না পারলে প্রথমবারের মত ১৩বারের চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে যেতে হতো। কিন্তু শেষ পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে গ্ল্যাডবাখের থেকে এগিয়ে নক আউট পর্বে গেল জিনেদিন জিদানের দল।
ম্যাচ শুরুর আগে টানেলে খেলোয়াড়দের সাথে দেখা করেছেন মাদ্রিদ সভাপাতি ফ্লোরেনতিনো পেরেজ। তার এই উপস্থিতি খেলোয়াড়দের দারুনভাবে উজ্জীবিত করেছে। এ পর্যন্ত মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জিদান শিষ্যরা নিজেদের সেরা পারফরমেন্সই সভাপতিকে উপহার দিয়েছেন।
ম্যাচ শেষে বেনজেমা বলেছেন, ‘এটা আমাদের জন্য দারুন একটি ম্যাচ ছিল। এখানে প্রতিটি ম্যাচই ফাইনাল এবং আমি মনে করি আজ আমরা যেভাবে খেলেছি সেটাই যদি প্রতি ম্যাচে ধরে রাখতে পারি তবে কোন প্রতিপক্ষই আমাদের কিছু করতে পারবে না। ম্যাচটি খুবই কঠিন ছিল। আমাদের শুরুটা ভাল হয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা প্রমান করতে পেয়েছি আমরাই সেরা।’
মেকশিফট রাইট-ব্যাক লুকাস ভাসকুয়েজের কার্লিং ক্রসে ৯ মিনিটে বেনজেমার দুর্দান্ত হেডে এগিয়ে যায় মাদ্রিদ। প্রথম থেকে আধিপত্য ধরে রাখা মাদ্রিদের রক্ষনভাগও কাল দারুন সড়ব ছিল। গ্ল্যাডবাখ ফরোয়ার্ড আলেসানে প্লি সেই রক্ষনভাগ ভেঙ্গে এগিয়ে গেলেও গোলবারে থিবাট কুর্তোয়া কোন বিপদ হতে দেননি। ৩১ মিনিটে রডরিগোর ক্রসে বেনজেমা তার প্রথম গোলের মতই অভিন্ন এক হেডে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন। অনেকটাই একইভাবে মাদ্রিদ তৃতীয় গোলের দেখাও প্রায় পেয়ে গিয়েছিল। ভাসকুয়েজের ক্রস থেকে লুকা মড্রিচের হেড দারুন দক্ষতায় রুখে দেন গোলরক্ষক ইয়ান সোমার। ৩৫ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার এরপরপরই আরো একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু রাফায়েল ভারানের অফসাইডের কারনে তার গোলটি বাতিল হয়ে যায়।
বিরতির পরও মাদ্রিদের আধিপত্য বজায় ছিল। সপ্তাহের শেষে লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বির আগে নিজেদের আত্মবিশ^াসটাও এর মাধ্যমে বাড়িয়ে নিয়েছে গ্যালাকটিকোরা। ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসর হেড দুর্দান্ত গতিতে সেভ করেন সোমার। ফিরতি বলে বেনজেমার শট ক্রসবারে লেগে ফেরত আসে। ভাসকুয়েজ পোস্টে খুব কাছে থেকে গোলের সুযোগ নষ্ট করেন। এভাবেই একের পর এক আক্রমনে শেষ পর্যন্ত গ্ল্যাডবাখকে ব্যস্ত রেখেছিল জিদান শিষ্যরা।
ইউক্রেনিয়ান দল শাখতার দোনেৎস্কের কাছে দুই পরাজয় চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বেই কঠিন সমীকরনের মুখে পড়ে মাদ্রিদ। তার উপর লা লিগায় কাডিজ, ভ্যালেন্সিয়া ও আলাভেসের কাছে হতাশাজনক পরাজয়ে বর্তমান চ্যাম্পিয়নদের যেমন পয়েন্ট নষ্ট হয়েছে তেমনি জিদানের ওপরও ক্রমেই চাপ বেড়েছে। জিদান বলেছেন, ‘আমাদের লক্ষ্যই ছিল জয় নিয়ে মাঠ ছাড়া এবং আমরা সেটা করে দেখিয়েছি। আজ আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি। আমি মনে করি মৌসুমে এটাই আমাদের সেরা ম্যাচ। প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাচ ধরে রেখেছিলাম।’


এ বিভাগের অন্যান্য সংবাদ