সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৫, ২০২২

ক্রিকেটের উদীয়মান শক্তি নামিবিয়া। ইতোমধ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করেছে তারা। তবে কখনো আইসিসির পুর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে সিরিজ জিততে পারেনি তারা। এবার সেই অসাধ্যকেই সাধন করে ইতিহাস গড়েছে জেরার্ড এরাসমাসের দল।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে তারা। এটাই আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়।

আগের চার ম্যাচ ২-২ ব্যবধানে সমতায় থাকায় শেষ ও পঞ্চম ম্যাচ রূপ নেয় সিরিজ নির্ধারনী ম্যাচে। বুধবার (২৪ মে) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে টস জিতে সফরকারী নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাবা।

ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন নানিমিয়ার দুই ওপেনার ক্রেগ উইলিয়ামস ও মাইকেল ভ্যান লিঙ্গেন। দু’জন মিলে প্রথম উইকেটে গড়ে ফেলেন ৩১ রানের জুটি। এরপর লিঙ্গেন ৭ বলে ১২ রান করে আউট হলেও নিজের দায়িত্ব পালন করে গেছেন উইলিয়ামস।

এক প্রান্ত আগলে রেখে ৩৯ বলে ৫টি চারের মারে ৪৮ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামস। উইলিয়ামসের আউটের পর আর কেউ দাঁড়াতে পারেনি। শেষের দিকে জ্যান ফ্রাইলিংক ও রুবেন ট্রাম্পেলম্যানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৭ রানের পুঁজি দাড় করায় নামিবিয়া।

ফ্রাইলিংক ১৫ ও ট্রাম্পেলম্যান করেন ১৯ রান। বাকিদের মধ্যে ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরই ছুঁতে পারেননি। জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন লুক জঙ্গে, ওয়েসলি মাধভেরে এবং সিকান্দার রাজা।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। এক পর্যায়ে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এগারো ব্যাটারের মধ্যে এক টনি মুনিওঙ্গা পার করতে পেরেছেন বিশোর্ধ্ব রান। বাকিদের ব্যর্থতায় ৯৫ রানেই অলআউট হয়ে যায় একসময়ের পরাক্রমশালী দলটি।

নামিবিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন জ্যান ফ্রাইলিংক ও এরাসমাস। বাকি বোলারদের মধ্যে কেউ উইকেটবিহীন থাকেননি। প্রত্যেককে একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ