বৃত্তান্ত প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরো তিন কার্যদিবস বৃদ্ধি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, বুধবারই এ সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার ঘটনার পরপরই গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ মঙ্গলবার শেষ হয়।
এর আগে ঘটনার দিন ২৪ ডিসেম্বর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণলয়। সাত সদস্যের উক্ত কমিটির মেয়াদ ছিল তিন কার্যদিবস।