সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

টাইগারদের হারিয়ে দিল আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ২০, ২০২৫
টাইগারদের হারিয়ে দিল আরব আমিরাত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের জয় হাতছাড়া হলো বাংলাদেশ দলের। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ দিকে বোলিং ব্যর্থতায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ উইকেটে পরাজিত হলো টাইগাররা।

এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল সংগ্রহ করে একটি লড়াকু স্কোর। জবাবে ব্যাট করতে নেমে আমিরাতও নিয়মিত উইকেট হারালেও শেষ দিকে ঘুরে দাঁড়ায়। ম্যাচের শেষ ওভার পর্যন্ত উত্তেজনা বজায় থাকলেও শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন আমিরাতের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও জোয়াইব খান। বিশেষ করে ওয়াসিম একক দাপটে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন। ৩৮ রানে থাকা জোয়াইবকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশের স্পিনার তানভীর ইসলাম।

ওয়াসিম আউট হওয়ার পর ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে হায়দার আলির ৬ বলে ১৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ বের করে নেয় আমিরাত। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। চাপের মুহূর্তে ছন্নছাড়া বোলিং করেন তানজিম সাকিব- হোয়াইট, ফুলটস ছক্কা ও একটি নো বল দিয়ে প্রতিপক্ষকে ম্যাচ উপহার দেন তিনি। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন তানজিদ তামিম। পাওয়ার প্লেতে এদিন কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ। প্রায় এক বছর আর ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ফিফটি পায় দল।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি করেন তামিম। তৃতীয় বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়েন। ২৫ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এর পর আর বেশি দূর এগোতে পারেননি। ৩৩ বলে ৫৯ রান করে ফিরে যান এই ওপেনার।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেন শান্তও। তার স্ট্রাইকরেট নিয়ে বেশ সমালোচনা হলেও এদিন উইকেটে এসেই শট খেলেন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে করেন ২৭ রান। একই পথে হেটেছেন তাওহীদ হৃদয়ও। দারুণ ব্যাটিং করা এই মিডল অর্ডার ব্যাটার সাজঘরে ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৫ রান।

বাকিরা আক্রমণাত্মক ব্যাটিং করলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন লিটন। ৩২ বলে ৪০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ছাড়া শেষদিকে দারুণ ক্যামিও খেলেছেন জাকের আলি। এই উইকেটকিপার ব্যাটারের ব্যাট থেকে ৬ বলে ১৮ রান এসেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ