বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় ব্যবধানে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী।
আজ সোমবার (২৫শে এপ্রিল) রাজশাহীতে শহীদ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ক্লাবেকে ৬-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোল করে সাইফ স্পোর্টিং। ৪৫ মিনিটে বাংলাদেশ পুলিশ এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে ফয়সাল ফাহিমরা।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে, মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী।
বিপিএলে দিনের তৃতীয় ম্যাচে বসুন্ধরায় শেখ রাসেলের সাথে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সিলেট জেলা স্টেডিয়ামে দিনের চতুর্থ ম্যাচে, রহমতগঞ্জের সাথে গোল শূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।