মক্কা-মদিনার দেশ সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়াকে ‘অর্ডার অব কিং আবদুল আজিজ’ সম্মাননা দিয়েছে।
সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আবদুল আজিজের নাম অনুসারে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে রোববার এ খবর দিয়েছে সৌদি গেজেট।
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী ও উন্নত সম্পর্ক গড়ে তোলার জন্য জেনারেল বাজওয়ার প্রশংসা করে এই পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারটি ‘কিং আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ হিসেবে পরিচিত।
পাকিস্তানি সেনাপ্রধানকে তা উপহার হিসেবে তুলে দেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
এর আগে শনিবার সৌদি আরব পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া। এ সময় ক্রাউন প্রিন্স এবং পাকিস্তানি সেনাপ্রধান বৈঠক করেন।
বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য সুযোগসুবিধাকে উন্নত করা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়।
#VIDEO: Crown Prince confers Order of King Abdulaziz award to #Pakistan’s Army Chief pic.twitter.com/wATCSQ5QR9
— Saudi Gazette (@Saudi_Gazette) June 26, 2022