ফরিদপুরে আগামী শুক্র ও শনিবার বাস ধর্মঘট

ফরিদপুর সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘটের ডাক দেন বলে জানান তারা। আগামী শুক্রবার (১১ই নভেম্বর) সকাল ৬টা থেকে পরদিন শনিবার রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর আগেই জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির নেতারা বলেন, গত পাঁচটি সমাবেশে অভিজ্ঞতা হচ্ছে আমাদের সমাবেশের আগে ও সমাবেশের দিন তারা বাস বন্ধ করে দেবে। জনগণের ভোগান্তি তাদের মাথায় নেই। তাদের চিন্তা বিএনপিকে বিপাকে ফেলা।

তবে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি জুবায়ের জাকির জানান, এর সঙ্গে বিএনপির সমাবেশের কোন সম্পর্ক নেই। গত মাসে মাদারীপুরে আমাদের দক্ষিণবঙ্গের পবিবহন শ্রমিক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে বিএনপির সমাবেশের তারিখ মিলে গেলে আমাদের কী করার আছে!

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আগামী শুক্র ও শনিবার বাস ধর্মঘট

আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২

ফরিদপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘটের ডাক দেন বলে জানান তারা। আগামী শুক্রবার (১১ই নভেম্বর) সকাল ৬টা থেকে পরদিন শনিবার রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর আগেই জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির নেতারা বলেন, গত পাঁচটি সমাবেশে অভিজ্ঞতা হচ্ছে আমাদের সমাবেশের আগে ও সমাবেশের দিন তারা বাস বন্ধ করে দেবে। জনগণের ভোগান্তি তাদের মাথায় নেই। তাদের চিন্তা বিএনপিকে বিপাকে ফেলা।

তবে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি জুবায়ের জাকির জানান, এর সঙ্গে বিএনপির সমাবেশের কোন সম্পর্ক নেই। গত মাসে মাদারীপুরে আমাদের দক্ষিণবঙ্গের পবিবহন শ্রমিক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে বিএনপির সমাবেশের তারিখ মিলে গেলে আমাদের কী করার আছে!