বিগত কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও কিম জং উনের নেতৃত্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা জারি রেখেছে উত্তর কোরিয়া।
রোববার (১৭ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে মোটেই খুশি নয় উত্তর কোরিয়া। এ সময় তাদের এই মিসাইল পরীক্ষা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞরা। কেননা কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার সেনাদের পারমাণবিক অস্ত্রের সাহায্যে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছিলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পিয়ংইয়ংয়ের ‘অস্ত্র পরীক্ষা’র কথা জানিয়ে বলেছে, গতকাল মধ্যরাতে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সাগরে ২টি ‘প্রজেকটাইলস’ ছোঁড়ার ঘটনা জানা গেছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, সর্বশেষ যেসব অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সেগুলো দূর পাল্লার কামান ইউনিট ও কৌশলগত পরমাণু সংক্রান্ত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ছুটির দিনগুলোকে নিজেদের নতুন অস্ত্র প্রদর্শনের জন্য বেছে নেয় উত্তর কোরিয়া। কিন্তু চলতি বছরে দেশটি লাগাতার অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। তিন সপ্তাহ আগে দেশটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায়।