বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা জিতলো নেপাল

- আপডেট সময় : ১১:১৭:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
সিনিয়র নারী সাফে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। সেই সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নিলো নেপালের কিশোরী দল। ঘরের মাঠে বাংলাদেশের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিলো নেপালের অনূর্ধ্ব-১৫ নারী দল।
শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের সামনে ড্র করলেই শিরোপা জেতার সুযোগ ছিল। আর বাংলাদেশের সমীকরণ সামনে ছিল জয়ের। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ স্কোরে শেষ হয় খেলা। রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে নেপালী কিশোরীরা।
বড়রা যেদিকে যায়, ছোটরাও সেদিকে যায়। এমন আশা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। পুরো টুর্নামেন্টজুড়ে ছিল সেই আধিপত্য। কিন্তু ফাইনালে পেনাল্টি মিস ও চাপ সইতে না পারার ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ।
২০১৭ সালের পর আবারও স্বাগতিক ছিল বাংলাদেশ। আর তিন দলের টুর্নামেন্ট হওয়ায় ছিল না ফাইনাল। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অন্যকে দুইবার মোকাবেলা করার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দলটিই হবে চ্যাম্পিয়ন।
নেপালের বিপক্ষে প্রথম সাক্ষাত ১-০’তে হেরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পিছিয়ে যায় স্বাগতিকরা। তবে ভুটানকে দুই লেগেই গোল বন্যায় ভাসিয়েছে গোলাম রব্বানি ছোটনের দল। জিতেছে ৮-০ ও ৯-০ ব্যবধানে। ভুটানের বিপক্ষে নেপালের জয় ৭-০ ও ১-০ গোলে। আসরে এই প্রথম ফাইনাল খেলছে নেপাল।