বৃত্তান্ত প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভারতের রাজধানী নয়া দিল্লির গুড়গাঁওয়ে মেদান্তা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার ব্যাপারে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস শাবান মাহমুদ শনিবার বিকেলে জানান, ‘তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। বর্তমান অবস্থা স্বাভাবিক আছে। তিনি এই হাসপাতালে আগেও চিকিৎসা নিয়েছেন। এখন হৃদরোগ ও স্নায়ুরোগের চিকিৎসা চলছে।’
গত ১ সেপ্টেম্বর সকালে অসুস্থ হয়ে পড়েন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। দিল্লিতে নেওয়ার আগে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন তার জামাতা কার্ডিওলোজিস্ট তৌহিদুজ্জামান।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ডাকসুর সাবেক ভিপি ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদকে শুক্রবার দুপুর ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়।